28 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্প

বিশ্ব ডেস্ক:  ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে দেশটির পশ্চিম জাভা প্রদেশ কেঁপে উঠে। তবে সুনামি ও ক্ষয়ক্ষতি হয় নি। তবে United States Geological Survey জানায়,
এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।

স্থানীয় সময় রাত ১১টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল গারুত রিজেন্সির ১৫১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে।

ভূমিকম্পের কম্পন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং নিকটবর্তী প্রদেশ বানডুং  পাশাপাশি সেন্ট্রাল জাভা, যোগিয়াকার্তা এবং পূর্ব জাভা প্রদেশেও অনুভূত হয়। আতঙ্কিত লোকজন দ্রুত বহুতল ভবন হতে রাস্তায় নেমে আসেন।

এএফপিকে বানডুং এর বাসিন্দারা জানান, এ ভূমিকম্প ১০-১৫সেকেন্ড স্থায়ী ছিল।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সূত্র : The Jakarta Post

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ