বিএনএ, বিশ্বডেস্ক : রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে আবারও বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। নতুন এ রুশ অন্তত ১৯ জন নিহত হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দেশটির মধ্যাঞ্চলীয় শহর উমানে কয়েকটি ফ্ল্যাটের ওপর চালানো শুক্রবারের হামলায় একটি শিশুসহ ১৭ জন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় একজন মেয়র জানিয়েছেন দনিপ্রো শহরে মিসাইলের আঘাতে তিন বছরের একটি শিশু এবং একজন নারী নিহত হয়েছেন।
মধ্যাঞ্চলীয় আরো একটি শহর ক্রেমেনচুকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন উমান শহরের যে ১০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে – এই অ্যাপার্টমেন্ট ব্লকটি তার অন্যতম।
রাষ্ট্রীয় উদ্ধারকারী বাহিনী বলছে হামলায় যে শিশুটি মারা গেছে, ২০২৩ সালেই তার জন্ম।
এছাড়াও আরো ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দিতে হচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।