30 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - আগস্ট ৬, ২০২৫
Bnanews24.com
Home » মেয়াদ বাড়ানো হলো এনআইডি কার্ডের

মেয়াদ বাড়ানো হলো এনআইডি কার্ডের

মেয়াদ বাড়নো হলো এনআইডি কার্ডের

বিএনএ, ঢাকা: অনির্দিষ্টকালের জন্য সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র বহনকারী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ হতে ২ (দুই) বছর ছিল, সেসব জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হলো।

ফলে, সকল প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে। সকল সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম হতে চেক করে প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারবে। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোন সেবা প্রদান থেকে বঞ্চিত না করার অনুরোধ করা হল।

এছাড়াও যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে তারা প্রয়োজনে এনআইডি সার্ভিস https://services.nidw.gov.bd -তে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস হতে প্রাপ্ত কার্ডের ন্যায় রঙ্গিন) ডাউনলোড পূর্বক মুদ্রণ ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ