বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হবে শনিবার (২৯ এপ্রিল)। এ দিন চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার দিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলাভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
কলা অনুষদে মোট আসন ১৩৫টি। এর বিপরীতে পরীক্ষা দেবেন ৭ হাজার ৯৭ জন। সে হিসাবে আসনপ্রতি লড়বেন ৫২ জনের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী।
বিএনএনিউজ/বিএম