বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম ও কক্সবাজারের আত্মসমর্পণকারি জলদস্যুদের পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া এবং পেকুয়া উপকূলীয় এলাকার আত্মসমর্পণকৃত ৭৭ জন জলদস্যুদের পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
একই সঙ্গে পেকুয়ার উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভা করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এসময় র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ, কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার, র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার, সহকারী পুলিশ সুপার মো. রায়হান উদ্দিন মুরাদ, অফিসার ইনচার্জ পেকুয়া থানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, আত্মসমর্পণকৃত জলদস্যুরা র্যাবের এ রূপ মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে গভীর সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করেছে।
বিএনএ/এমএফ