25 C
আবহাওয়া
৭:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঈদের দুই নাটকে শিপন-মৌমিতা

ঈদের দুই নাটকে শিপন-মৌমিতা

ঈদের দুই নাটকে শিপন-মৌমিতা

বিএনএ বিনোদন ডেস্ক : প্রতি ঈদেই গুনী চলচ্চিত্র পরিচালক ও নাট্যনির্মাতা সাদেক সিদ্দিকী নাটক নির্মাণ করেন। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছেনা। আসন্ন ঈদুল ফিতরে বৈশাখী টিভি ও এটিএন বাংলার জন্য ‘সুন্দরী’ ও ‘ঘরজামাই সমাচার’ নামে দুটি নাটক নির্মাণ করেছেন এই নির্মাতা।

ঈদের নাটক সম্পর্কে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “প্রতি ঈদেই চেষ্টা করি টেলিভিশন দর্শকদের জন্য ভালো কিছু কাজ উপহার দিতে। এবারও চেষ্টা করেছি। নাটকগুলোর শুটিং করতে গিয়ে নিজেই অনেক মজা পেয়েছি। আশা করি দর্শকরাও মজা পাবেন এবং প্রতিবারের মতো এবারের নাটকগুলোও দর্শকদের ভালো লাগবে।”
শিপন-মৌমিতা

নাটক দুটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা মৌমিতা মৌ। দুটি নাটকই রচনা করেছেন কমল সরকার।চিত্রায়নে আছেন সময়ের আলোচিত চিত্রগ্রাহক রিপন রহমান খাঁন।

শিপন মিত্র বলেন, “সাদেক সিদ্দিকী ভাই খুবই উচ্চ মানের একজন নির্মাতা। তাঁর কাজে নিয়মিতই তিনি আমাকে সুযোগ দিচ্ছেন। আমিও চেষ্টা করছি নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো কাজ করতে। বাকিটা দর্শকদের হাতে ছেড়ে দিলাম।

মৌমিতা মৌ বলেন, সাদেক ভাইয়ের সাথে এর আগেও কাজ করেছি। তাঁর একটা বিষয় আমার খুবই ভালো লাগে, তা হলো, ভালো কাজ করলে তিনি সামনাসামনি প্রশংসা করেন আবার খারাপ করলে বকাও দেন। সুন্দরী ও ঘরজামাই সমাচার নাটক দুটিতে দর্শক আমাকে সম্পূর্ণ আলাদা চরিত্রে দেখবেন এবং খুবই মজা পাবেন বলে আমার বিশ্বাস।

চিত্রগ্রাহক রিপন রহমান খাঁন বলেন, সাদেক ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয় এবং তিনি আমার নেতা। প্রতি ঈদেই আমি তার কাজ করি, সাদেক ভাইয়ের সাথে কাজ মানে সিনেমার কাজের ফিল পাওয়া সেটা নাটক হোক আর সিনেমা হোক।

বিএনএ/ রিপন রহমান খাঁন, ওজি

Loading


শিরোনাম বিএনএ