27 C
আবহাওয়া
৯:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদফতর ঢাকা

বিএনএ ডেস্ক: কয়েকদিনের উত্তপ্ত তাপে দেশের অধিকাংশ এলাকা পুড়ছে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি পার হয়েছে। তবে একদিনের ব্যবধানে তাপমাত্রা সামান্য কমলেও দাবদাহ অব্যাহত রয়েছে। সামনে তা কমে যাবে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকার দু-একটি এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (২৮ এপ্রিল) গত কয়েকদিনের চেয়ে তাপমাত্রা কম থাকবে। তবে সারাদিন ভ্যাপসা গরমের মধ্যে কাটাতে হবে। বাতাসে জলীয় বাষ্প জমে উঠছে। বৃষ্টি হয়ে নামলেই কেবল এ ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে।

আবহাওয়াবিদ ড. মোহাম্মাদ আবুল কালাম জানান, গত কয়েকদিনে প্রচণ্ড তাপ থাকার কারণে বাতাসে জলীয় বাষ্প প্রবেশ শুরু হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আসা শুরু হলে তখন গরমের অনুভূতি বেশি মনে হয়। এই পরিস্থিতিটা শুরু হয়েছে। তাই বুধবার ভ্যাপসা গরম থাকবে। গত দুই দিনের গরম শুষ্ক ছিল। ফলে সেভাবে মানুষ ঘামেনি। সে সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম ছিল। এ জন্যে গরমের অনুভূতিটা কম ছিল। গরম লাগতো কিন্তু অস্থির লাগতো না। বুধবার থেকে বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকায় অস্বস্তি একটা গরম অনুভূত হবে। মানুষ ঘেমে যাবে।

এদিকে, আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ বজ্র বৃষ্টি হতে পারে। দেশের অন্যসব এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়, রাঙ্গামাটি, সীতাকুন্ড, হাতিয়া, মাইজদীকোর্ট, ফেনী, কুমিল্লা, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গায় সেটি প্রশমিত হতে পারে।

এছাড়া, আগামি পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময় কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আর তাপমাত্রায় বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। মঙ্গলবার(২৭ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ