বিএনএ, ঢাকা : ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। শুক্রবার (২৮ মার্চ) দুপুরের পর তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কিছু পরীক্ষা করাতে এবং দাঁতের চিকিৎসার জন্য আগামী শনিবার অবশ্য আবার তাকে হাসপাতালে যেতে হবে। এ ছাড়া বাসায় থাকলেও চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে তাকে।
এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। তারপর এভার কেয়ারে চিকিৎসা নেন তামিম।
জানা গেছে, ঈদের পর উন্নত চিকিৎসার জন্যে বিদেশে রওনা দেবেন তিনি। গতকালই এমনটা নিশ্চিত করেন তামিমের চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খান।
চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের।
বিএনএনিউজ/এইচ/এম।