16 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ছুরিকাঘাতে ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ছুরিকাঘাতে ৪ জন নিহত


বিএনএ, ডেস্ক :যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে এক ব্যক্তির ছুরিকাঘাতে চার জন নিহত হয়েছেন।বুধবার (২৭ মার্চ) বিকেলে একটি বাড়িতে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। আহত হয়েছেন কমপক্ষে সাত জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বিবিসির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিহতদের মধ্যে দুই জন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২২ ও ৪৯ বছর। এছাড়া ১৫ বছর বয়সী এক কিশোরী ও ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। নিহতদের তিন জনই ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর অপর একজনের মৃত্যু হয়।

পুলিশ বলেছে, যে এলাকার বাসিন্দাদের ওপর হামলা হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ওই এলাকা নজরদারিতে রাখা হয়েছে। রকফোর্ডে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। শিকাগো থেকে ১৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ