20.7 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির আবেদন শুরু ৩০ মার্চ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির আবেদন শুরু ৩০ মার্চ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)

বিএনএ, চবি :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে চলতি বছরের ৩০ মার্চ। যা চলবে ১২ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

মঙ্গলবার (২৮ মার্চ২০২৩) চবির একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত বিষয়টি জানানো হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন।
এ বছর ইউনিট প্রতি আবেদন ফি ৮৫০ টাকা। এবছর চবিতে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে। এছাড়া ভর্তি পরীক্ষা শুরুর তারিখ জানা যাবে রোল নির্ধারণের পর।
চবিতে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে এবার ভর্তি পরীক্ষা হবে বলে তিনি আরও জানান।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ