29 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দেশে এখন কোনো কিছুর অভাব নেই: পরিকল্পনামন্ত্রী

দেশে এখন কোনো কিছুর অভাব নেই: পরিকল্পনামন্ত্রী

দেশে এখন কোনো কিছুর অভাব নেই: পরিকল্পনামন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: সরকার গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সারা দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন দেখে মানুষ খুশি। দেশে এখন কোনো কিছুর অভাব নেই। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। এসব কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৮ মার্চ) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন করে দিচ্ছে। শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করছে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সকল স্কুল-কলেজের পাশাপাশি আলিয়া মাদ্রাসাগুলোতেও একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের বুকে অনন্য মর্যাদায় নিয়ে গেছেন। আগে সব জায়গায় বিদ্যুৎ ছিল না, এখন ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুতে বাংলাদেশ হাসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষামন্ত্রী ও স্থানীয় সাংসদ নুরুল ইসলাম নাহিদ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ