21 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » পুঁইশাক ও আখের সঙ্গে গাঁজা চাষ, চাষী গ্রেপ্তার

পুঁইশাক ও আখের সঙ্গে গাঁজা চাষ, চাষী গ্রেপ্তার

পুঁইশাক ও আখের সঙ্গে গাঁজা চাষ, চাষী গ্রেপ্তার

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের সদরে গাঁজা চাষ করায় মো. কামরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এ সময় চাষ করা ক্ষেত থেকে ৩৫টি গাঁজা গাছ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মো. কামরুল ইসলাম সদর উপজেলার বিজয়নগর এলাকার মো. করম উদ্দিনের ছেলে।

সোমবার (২৮ মার্চ) সকালে র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এরপর রোববার (২৭ মার্চ) বিকালে সদর উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাজা ৩৫ টব গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪’র কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, কামরুল ইসলাম নামে ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত গাঁজা ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি সে নিজের পুঁইশাক ও আখের সাথে গাঁজা চাষ করেন।

তবে এলাকাবাসী গাঁজাগাছ না চেনায় নির্বিঘ্নে নিয়মিত এগুলো পরিচর্যা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৩৫টি তাজা গাঁজাগাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. কামরুল ইসলাম স্বীকার করে যে, সে গাঁজাচাষ করা ও খুচরা বিক্রয়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম