বিএনএ বিশ্বডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে হত ২৪ ঘন্টায় বিশ্বে আরও ২ হাজার ৩২৬ জন মারা গেছে।আক্রান্ত শনাক্ত হয়েছে নয় লাখ ৮৯ হাজার ৫১২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন নয় লাখ ৬৫ হাজার ৬৫৯ জন। সোমবার (২৮ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ২১ লাখ ১৩ হাজার ৪০৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪১ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার ৫৬৯ জন।
একদিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৮ হাজার ১৩০ জন। একই সময়ে মারা গেছেন ২৮২ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৩৮ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ২৮০ জন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে চার হাজার ৯৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪২ জন।
ভারতে একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৩২ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৫১ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৬৬ জন।
ব্রাজিলে একদিনে মারা গেছেন ১১৪ জন। এ সময়ে দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৩৯ জন।
বিএনএ/ ওজি