বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইপিএলে ২০ ওভারে ২ উইকেটে বেঙ্গালুরু স্কোরবোর্ড ২০৫ রান তুলেও পাঞ্জাব কিংসের কাছে হেরেছে ৫ উইকেটে। এবারের আইপিএল রান তাড়ার রোমাঞ্চের সাক্ষী হলো দ্বিতীয় দিনেই।
রবিবার (২৭ মার্চ) মুম্বাইর ড. ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে কোহলিদের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ও এক ওভার বাকি থাকতেই ২০৮ করে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। দলের পক্ষে মায়াঙ্ক ৩২, ধাওয়ান ৪৩, রাজাপাকসা ৪৩, লিভিংস্টোন ১৯ ও শাহরুখ ২৪ এবং স্মিথ ২৫ রানের ইনিংস খেলেন। ম্যাচ সেরা হন ওডেন স্মিথ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানে প্রথম উইকেট হারায় ব্যাঙ্গালোর। ২০ বলে ২১ রান করে ফিরে যান অনজু রাওয়াত। এরপর দলীয় ১৬৮ রানের ঘটে দ্বিতীয় উইকেটের পতন। ৫৭ বলে ৮৮ করে ফিরে যান দলীয় অধিনায়ক ফাফ ডুপলেসিস। এরপর ভিরাট কোহলি ২৯ বলে ৪১ ও ১৪ বলে ৩২ রান করেন দিনেশ কার্তিক।
পাঞ্জাবের অর্শদ্বীপ সিং ও রাহুল চাহার ১ টি করে ইউকেট পান।
সংক্ষিপ্ত স্কোর:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর: ২০ ওভারে ২০৫/ ২ (দু প্লেসি ৮৮, রাওয়াত ২১, কোহলি ৪১*, কার্তিক ৩২*; সন্দিপ ৪-০-৩৭-০, আর্শদিপ ৪-০-৩১-১, স্মিথ ৪-০-৫২-০, রাহুল ৪-০-২২-১, ব্রার ৩-০-৩৮-০, লিভিংস্টোন ১-০-১৪-০)
পাঞ্জাব কিংস: ১৯ ওভারে ২০৮/৫ ( মায়াঙ্ক ৩২, ধাওয়ান ৪৩, রাজাপাকসা ৪৩, লিভিংস্টোন ১৯,বাওয়া ০, শাহরুখ ২৪*, স্মিথ ২৫*; উইলি ৩-০-২৮-০, সিরাজ ৪-০-৫৯-২, শাহবাজ ১-০-৬-০, আকাশ ৩-০-৩৮-১, হাসারাঙ্গা ৪-০-৪০-১, হার্শাল ৪-০-৩৬-১
ফল: পাঞ্জাব কিংস ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ওডেন স্মিথ
বিএনএনিউজ/এইচ.এম।