26 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগে ইন্টেলেকচুয়াল লিটারেচার কম্পিটিশন অনুষ্ঠিত

নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগে ইন্টেলেকচুয়াল লিটারেচার কম্পিটিশন অনুষ্ঠিত


বিএনএ, নোবিপ্রবি (নোয়াখালী) : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি)

সমুদ্রবিজ্ঞান বিভাগের কালচারাল ক্লাবের আয়োজনে ইন্টেলেকচুয়াল লিটারেচার কম্পিটিশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের শ্রেণীকক্ষে এ অনুুষ্ঠান হয়। বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানের সভাপতিত্বে অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। অনুুষ্ঠানে উপাচার্য ও আমন্ত্রিত অন্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

লিটারেচার কম্পিটিশনে দ্য ইম্পরট্যান্স অব ইনক্লুডিং অব দ্য বেসিকস অব ওশেনোগ্রাফি ইন দ্য ন্যাশনাল কারিকুলাম অব বাংলাদেশ টপিকে প্রথম হয়েছে টিম

‘The Blue Bayou’, দ্বিতীয় হয়েছে টিম ‘Biolominesence’, তৃতীয় হয়েছে ‘Pro Squid’। জিও মেরিন রিসোর্সেস অব দ্য বে অব বেঙ্গল টপিকে প্রথম হয়েছে টিম ‘Zooxanthellae’ দ্বিতীয় হয়েছে ‘Olive Redley’, তৃতীয় হয়েছে ‘The Crashing Comets’ এবং মাইক্রোপ্লাস্টিকস ইন দ্য মেরিন ইকোসিস্টেম টপিকে প্রথম হয়েছে টিম ‘Sailors’, দ্বিতীয় হয়েছে ‘Delta’, তৃতীয় হয়েছে ‘The Blue Bayou’।

অনুুষ্ঠানের সভাপতি ও সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খান বলেন, ‘প্রথমবারের মতো ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের বুদ্ধি যাচাইয়ের জন্য যুগোপযোগী আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রশাসনের সুদৃঢ় পৃষ্ঠপোষকতায় ও সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এর সঙ্গে জড়িত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘সমুদ্রবিজ্ঞান কালচারাল ক্লাবের আয়োজনে ইন্টেলেকচুয়াল লিটারেচার কম্পিটিশনে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাই। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছো তাদেরকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার্থীদের সৃজনশীলতার চর্চা ও মেধা বিকাশে এ ধরণের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে’।

বিএনএনিউজ/ শাফি/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চিন্ময় কারাগারে, চট্টগ্রামে ৬ ও ঢাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন চিন্ময় দাস গ্রেফতারে প্রতিক্রিয়া জানাল ভারত জাপানে রকেট পরীক্ষাস্থলে আগুন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে কোনো ছাড় নয় : আসিফ মাহমুদ ইউএস-বাংলা এয়ারলাইনসে সোয়া ৯ লাখ সৌদি রিয়ালসহ যাত্রী আটক কালুরঘাট প্রস্তাবিত নতুন সেতু: ডিসেম্বরে প্রকল্প পরিচালক নিয়োগ, জুনে ভূমি অধিগ্রহণ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আইসিসি'র প্রধান কৌঁসুলি করিম খান রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারে-স্বরাষ্ট্র উপদেষ্টা শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ রাষ্ট্রের সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা পেশ