বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মী মো. সালাউদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তার হওয়া সালাউদ্দিন বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজ্জাক পাড়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহীমের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে শোনেছি। যা যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি কিশোর গ্যাং পরিচালনা করতেন এবং কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড) এলাকায় গাছ কাটাসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা অভিযোগসমূহের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে, তবে তার সংগঠনের পদ-পদবি ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।’
বিএনএনিউজ/এইচ.এম।