18 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » মায়ের মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসলেন দিহান

মায়ের মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসলেন দিহান

মায়ের মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসলেন দিহান

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে মায়ের মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসলেন দিহান আলম। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গফরগাঁও এক নম্বর (গফরগাঁও জে এম কামিল মাদ্রাসা) কেন্দ্রে পরীক্ষা দেন দিহান।

দিহান আলম উপজেলার পাগলার মশাখালী ইউনিয়ন বেলাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে মুখীশাহ মিসকিন দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছেন।

জে এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও হল সুপার মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার দিনগত রাত ১২ টায় তার মা খাদিজা বেগম মারা যায়। দিহান মায়ের মরদেহ বাড়িতে রেখে হাদিস বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। সে তিন ঘন্টা পরীক্ষা দিয়ে সহপাঠীদের সাথে নিয়ে তার মায়ের জানাজা (আসরের নামাজের পর) নামাজে শরিক হন।

জে এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও হল সুপার মো. আতাউর রহমান বলেন, দিহানকে আমরা যথেষ্ট মনোবল দেওয়ার চেষ্টা করছি। যাতে শেষ পর্যন্ত পরীক্ষাটি চালিয়ে যেতে পারে। আমরা দিহানের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ