23 C
আবহাওয়া
৪:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটে পরিবহন ধর্মঘট

সিলেটে পরিবহন ধর্মঘট

সিলেটে পরিবহন ধর্মঘট

সিলেট : ৫ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট চলছে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে আন্ত‍ঃজেলা ও আঞ্চলিক সড়কগুলোতে বাস-ট্রাক-মাইক্রোবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েন এ সব পরিবহনে যাতায়াতকারীরা।বিশেষত: সকালে কর্মস্থলে গমনকারীদের আকস্মিক ধর্মঘটে বিপাকে পড়তে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তবে সকাল থেকে শহরে অটোরিকশা, রিকশা, ভ্যান চলাচল করছে। মানুষ বাধ্য হয়ে এ সব পরিবহন ব্যবহার করছে।

গ্যাসের সংকট নিরসন, ‘মিথ্যা’ মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে এই পরিবহন ধর্মঘট চলছে।গত ২৫ ফেব্রুয়ারি সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি থেকে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

সিএনজি চালকরা জানান, সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না তারা।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ