17 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জাবিতে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

জাবিতে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

বিএনএ, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে ওই ঘটনায় কথা-কাটাকাটি জেরে রাতে অজ্ঞাতনামা কয়েকজন অভিযুক্তের উপর হামলা চালায় বলে পাল্টা অভিযোগ দেওয়া হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ সংলগ্ন মাঠে ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী ।

ভুক্তভোগী ফেরদৌস হাওলাদার তিনি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯তম ব্যাচ) শিক্ষার্থী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ সম্পাদক শেখ শাহরিয়ার পারভেজ শাওন। তিনি দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ তম ব্যাচ) শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

অভিযোগপত্রে শাখা ছাত্রলীগের এক নেতাসহ অজ্ঞাত আরও ২ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ সংলগ্ন মাঠ থেকে ফেরার পথে হঠাৎ একটি মটর সাইকেলে আসা তিনজন শিক্ষার্থী ফেরদৌস হাওলাদারকে গতিরোধ করে। উক্ত তিন জনের মধ্যে শেখ শাহরিয়ার পারভেজ শাওন তাকে এলোপাথারি চর-থাপ্পর মারতে থাকে। ভুক্তভোগী মনে করছেন তাদের শারীরিক নির্যাতনটি ছিল ছিনতাইয়ের প্রাথমিক মহড়া। যখনই তারা জানতে পারে সে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখনই স্থান ত্যাগের জন্য তড়িঘড়ি শুরু করে।’

এ ব্যাপারে ভুক্তভোগী ফেরদৌস হাওলাদার বলেন, ‘অভিযুক্ত কারো সাথেই পূর্ব পরিচয় কিংবা কোন ধরনের শত্রুতা নেই। স্কুল ও কলেজ সংলগ্ন মাঠ থেকে ফেরার পথে তারা আমার গতিরোধ করে এবং মারধর করে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

পাল্টা অভিযোগে অভিযুক্ত শেখ শাহরিয়ার পারভেজ শাওন বলেন, ‘বিকেলে বাইক যোগে নবীনগর যাওয়ার পথে ফেরদৌস হাওলাদার (সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন -৪৯) এর গায়ে বাইকের ধুলা লাগায় আমাকে পিছন থেকে গালাগাল করতে থাকে। তবে নবীনগর আমার দুলা ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার কারণে আমি ওখান থেকে চলে আসি। পরে নবীনগর থেকে ফেরার পথে তার সাথে দেখা হলে সে আমার পরিচয় জানতে চায় এবং আমাকে তার বন্ধুদের দিয়ে মারবে বলে হুমকি দেয়। পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে তিনটায় বাইরে যাওয়ার সময় তিন চারজন আমার উপর হামলা করে।’

এ বিষয়ে শেখ শাহরিয়ার পারভেজ শাওন বলেন, ‘আমার বাইকের ধুলো তার গায়ে লাগায় সে আমাকে গালি দেয়। পরবর্তীতে তার পরিচয় নেই আমি। আমার দুলাভাই আমার জন্য অপেক্ষা করছে বলে আমি তাকে কিছু না বলে তার সিনিয়রদের সাথে কথা বলবো বলে চলে আসি। কিন্তু রাতে আমার উপর হঠাৎ হামলা করে। আমি রাতেই প্রক্টোর স্যারকে বিষয়টি অবগত করি। এবং পরেরদিন প্রক্টোর বরাবর অভিযোগ করি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘ছিনতাইয়ের চেষ্টার ঘটনা এরকম কোন কিছু ঘটেছে বলে আমার জানা নেই। তবে তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে কেউ অপরাধে যুক্ত হলে কোনো ছাড় দেওয়া হবে না। কারও অপরাধের দায় সংগঠন নেবে না। সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘অভিযোগপত্র দুটি হাতে পেয়েছি। আমরা অভিযোগের মেরিট বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিচার করবো। ডিসিপ্লিনারি বোর্ড এ বিষয়টি দেখবে।’

বিএনএ/ সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ