24 C
আবহাওয়া
১২:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হজ নিবন্ধনের সময় দ্বিতীয় দফা বাড়লো

হজ নিবন্ধনের সময় দ্বিতীয় দফা বাড়লো

হজ

বিএনএ: বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার কোটার বিপরীতে এ বছর হজ পালনের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩২ হাজার। স্বল্প সংখ্যক নিবন্ধনের কারণে সরকার নিবন্ধনের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়িয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে হজ নিবন্ধনের সময়সীমা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে তা বাড়িয়ে মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত ৬ দিনে মাত্র ১৩ হাজার ৮৬০ জন নিবন্ধন করেছেন।

এবারের ১ লাখ ২৭ হাজার কোটার মধ্যে ১৫ হাজার জনের সরকারি ব্যবস্থাপনায় এবং বাকিদের বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের কথা আছে।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের শীর্ষ নেতারা বলছেন, হজ পালনে মানুষের আগ্রহ থাকলেও, এ বছরের হজ প্যাকেজের খরচ বেশি হওয়ায় নিবন্ধন কম হচ্ছে।

সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ করতে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা বেশি।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে এ বছর ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় দেড় লাখ টাকা বেশি।

এছাড়া সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কুরবানি কুপনের জন্য প্রত্যেক হজযাত্রীকে প্রায় ২২ হাজার টাকা দিতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের হজ আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে পারে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন