20 C
আবহাওয়া
১১:০০ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » বই‌মেলার শেষ দিন আজ

বই‌মেলার শেষ দিন আজ


বিএনএ ডেস্ক :টানা এক মাস শেষে মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি ২০২৩) শেষ হতে যাচ্ছে বাংলা একাডেমির জনপ্রিয় বইমেলা। এ বছর ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরু হয়। অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বিকেল ৫টায় শুভেচ্ছা বক্তৃতা প্রদান করবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৩’-এর সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব মো আবুল মনসুর। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২২, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৩ এবং অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে বিভিন্ন গুণীজন স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

বইমেলার বিক্রেতারা জানিয়েছেন, এবার মেলায় বিক্রিও ভালো হয়েছে। প্রতিবারই শেষের সপ্তাহে বিক্রি সব চাইতে বেশি হয়। এবার অন্যান্য বছরের তুলনায় বিক্রি বেশি ছিল।

এটি হলো বইমেলার ৩৯তম আয়োজন। এবার বইমেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে। আর ছুটির দিন মেলা বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা ছিল। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে চলে রাত ৯টা পর্যন্ত।

বিএনএ/ ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ