28.1 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনা,মারা গেছেন আরও এক বাংলাদেশি

দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনা,মারা গেছেন আরও এক বাংলাদেশি


বিএনএ ডেস্ক :দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মৃত্যুর পর আহত আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে আনিসুর রহমান মিলন (৩৫) নামে এই যুবক আফ্রিকার জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ছয়জনে।

নিহত মিলন ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বাসিন্দা বাহার মিয়ার ছেলে।

মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া গণমাধ্যমকে বলেন, আমি সাউথ আফ্রিকায় কথা বলে নিশ্চিত হয়েছি। সব মরদেহ একসঙ্গে আনার চেষ্টা করছি আমরা।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কেপটাউনে লরিচাপায় নিহত হন পাঁচ বাংলাদেশি। এর চারদিন পর মারা গেলেন মিলন। নিহত অন্যরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্যাহর ছেলে ইসমাইল হোসেন (৩৫), দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মিলনের নতুন বাড়ির আবদুল মান্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু (৩৩), একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর তমিজ উদ্দিন ভূঞা বাড়ির মৃত সিরাজ উল্যার ছেলে মোস্তফা কামাল পোপেল (৩৫) এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের বাসিন্দা আবুল হোসেন (৪৫) ও নাজিম হোসেন (১০)।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ