বিএনএ, সিলেট : যুক্তরাষ্ট্রের ৩৬তম এক্সপিডিশনারি এয়ারলিফ্ট স্কোয়াড্রনে (ইএএস) নিয়োজিত মার্কিন বিমান বাহিনীর সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) সদস্যদের অংশগ্রহনে এক্সারসাইজ সাউথ ২০২২ শুরু হয়েছে। মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় কুর্মিটোলায় ক্যান্টনমেন্ট এবং সিলেটের অপারেটিং লোকেশন-আলফাতে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সারসাইজ কোপ সাউথ হচ্ছে একটি দ্বি-বার্ষিক প্যাসিফিক এয়ার ফোর্সেস-স্পনসরড দ্বিপক্ষীয় কৌশলগত এয়ারলিফট অনুশীলন যা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বাহিনীকে অংশীদারিত্ব জোরদার করতে এবং আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির জন্য একসঙ্গে প্রশিক্ষণের সুযোগ প্রদান করে।
মার্কিন বিমান বাহিনীর ৭০ জনের বেশি সদস্য, মার্কিন মহাকাশ বাহিনীর একজন কর্মকর্তা এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ৩০০ জন সদস্য সপ্তাহব্যাপী মহড়ায় সর্বোত্তম অনুশীলন এবং সম্মিলিত প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।