36.2 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - মে ১৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ফটিকছড়িতে অটোরিকশা-টমটম সংঘর্ষে নারী নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরার টিভি ভবনের সামনে  কাভার্ড ভ্যানের ধাক্কায় এস এম মোয়াজ্জেম হোসেন (৪৫) নামের এক  ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুদ রানা জানান, আমরা খবর পেয়ে গতরাত সাড়ে বারোটার দিকে রামপুরা টিভি ভবন এর সামনে শাপলা গোল চত্বর এলাকার পাকা রাস্তায় থেকে তার মরদেহ উদ্ধার করি । পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নতন্ত্রের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান,আশেপাশের লোকজনের মুখে জানতে পারি নিহত রাস্তা পারাপারের সময় টিভি ভবনের সামনে শাপলা চত্বর এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাঁজতলা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে উত্তর শাহজাহানপুর ২০১/২ নম্বর বাসায় থাকতেন।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ