23 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে এজলাস থেকে পালাল দণ্ডিত আসামি, পরে গ্রেপ্তার

চট্টগ্রামে এজলাস থেকে পালাল দণ্ডিত আসামি, পরে গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে  সাইদুল করিম খান নামে দন্ডিত এক আসামি আদালতের এজলাস থেকে কৌশলে পালিয়ে যান। তবে তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।সাইদুল করিম চট্টগ্রামের হালিশহর থানার রামপুর এলাকার ১ নম্বর রোডের ১ নম্বর লেইনের বাসিন্দা।

রোববার(২৮ জানুয়ারি) চট্টগ্রাম প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত রায় দেওয়ার পর পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।  বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর থানা তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হুমায়ন কবির গণমাধ্যমকে জনান, প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত চেক প্রতারণা মামলায় আসামি সাইদুল করিম খানকে ৬ মাসের কারাদণ্ড ও সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। জামিনে থাকা আসামির উপস্থিতিতে সাজা দেওয়ার পর সে এজলাস থেকে কৌশলে পালিয়ে যায়। পরে বিকেলে নগরের বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পালানোর ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হবে।

এ দিকে সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় আদালতে দায়িত্বরত পুলিশ কনস্টেবল কবির হোসেনকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ