বিএনএ যশোর: যশোরের শার্শায় ইট বোঝাই ড্রাম ট্রাক্টরের চাপায় মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার পাঁচভুলোট গ্রামের মোঃ আবুবকর সিদ্দিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮ টার দিকে মিজানুর রহমান বাড়ির নিকটবর্তী রাস্তায় তার নিজের ইট বোঝাই ড্রাম ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহত হয়।
পাঁচভুলোট গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, মিজানুর রহমান সকালে বালুন্ডার শফি ভাটা থেকে ইট কিনে আনার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে অসাবধানতা বশত ইট বোঝাই ড্রাম ট্রাক্টরের পিছনে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তবিবুর রহমান জানান, মিজানুর রহমানের মৃত্যুর খবরটি শার্শা থানায় অবহিত করা হয়েছে। দুর্ঘটনায় কেউ বাদী না থাকায় স্বাভাবিক নিয়মেই তাকে দাফন করা হয়েছে বলে তিনি জানান।
বিএনএ/ মোঃ সোহাগ হোসেন,ওজি/এইচমুন্নী