বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বদরুজ্জামান চৌধুরী ট্রাস্টের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রাত ৭টার সময় উপজেলার হাইলধর গ্রামে শতাধিক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব ব্যাগ বিতরণ করা হয়। নতুন বছরের শুরুতে ব্যাগ পেয়ে উচ্ছ্বসিত হয় এসব শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে রামিসা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও বদরুজ্জামান চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান হাসান উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব ব্যাগ শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলধর ইউপি সদস্য ইলিয়াছ খোকন, হাইলধর ইউনিয়ন যুবলীগের সি. সহ-সভাপতি নাজিম উদ্দীন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বদরুজ্জামান চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান হাসান উদ্দীন বলেন, বছরের শুরু অনেকে স্কুল মাদ্রাসায় যাবে তবে অনেকের আবার সামর্থ নেই একটি স্কুল ব্যাগ কিনে দিতে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে আমি এই উদ্যোগ নিয়েছি। আমাদের গ্রামকে শতভাগ শিক্ষিত করতে হলে সবার এভাবে এগিয়ে আসা উচিৎ।
বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম