26 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৫
Bnanews24.com
Home » বর্ষসেরা ফুটবলার মেসি, পঞ্চাশে নেই রোনালদো

বর্ষসেরা ফুটবলার মেসি, পঞ্চাশে নেই রোনালদো

বর্ষসেরা ফুটবলার মেসি, পঞ্চাশে নেই রোনালদো

বিএনএ: ২০২২ সালে সেরা ১০০ ফুটবলার বাছাই করেছে ইংলিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। যেখানে সেরা ফুটবলার হয়েছেন কাতার বিশ্বকাপ জেতানো আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

প্রতি বছরই সেরা ১০০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করে গার্ডিয়ান। এ বছর ২০৬ জনের একটি নির্বাচক প্যানেল এই তালিকা তৈরি করেছেন। যেখানে নেইমার ১২তম স্থানে আর ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান ৫১তম। মেসি ছাড়া তালিকায় সেরা পাঁচের অন্য ফুটবলাররা হলেন- কিলিয়ান এমবাপ্পে (২য়), করিম বেনজেমা (৩য়), এরলিং হল্যান্ড (৪র্থ) ও লুকা মদ্রিচ (৫ম)।

কাতার বিশ্বকাপ জেতানোর পথে অসামান্য পারফরম্যান্স করেছিলেন মেসি। পুরো টুর্নামেন্টে ৭ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়া কিলিয়ান এমবাপ্পেও কাতার বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত ফর্মে। ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে টুর্নামেন্টে গোল করেছিলেন ৮ গোল। ফাইনালে গিয়ে মেসির আর্জেন্টিনার কাছেই হার বরণ করে তার ফ্রান্স।

ক্লাব ফুটবলে দারুণ সময় কাটালেও কাতার বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি নেইমারের। তার দল ব্রাজিল ছিটকে যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে। টুর্নামেন্টে তিনি করেছিলেন ২ গোল। অন্যদিকে রোনালদোর পর্তুগালও কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে।

সেরা ফুটবলারের তালিকা…

১. লিওনেল মেসি-প্যারিস সেন্ট জার্মেই। ২. কাইলিয়ান এমবাপ্পে-প্যারিস সেন্ট জার্মেই। ৩. করিম বেনজেমা-রিয়াল মাদ্রিদ। ৪. এরলিং হ্যাল্যান্ড-ম্যানচেস্টার। ৫. লুকা মডরিচ-রিয়াল মাদ্রিদ। ৬. কেভিন ডি ব্রুইন- ম্যানচেস্টার। ৭. রবার্ট লেভান্ডোস্কি-বার্সেলোনা। ৮. ভিনিসিয়াস জুনিয়র-রিয়াল মাদ্রিদ। ৯. থিবাউট কোর্তোয়া-রিয়াল মাদ্রিদ। ১০. মোহাম্মদ সালাহ-লিভারপুল। ১১. সাদিও মানে- বায়ার্ন মিউনিখ। ১২. নেইমার- প্যারিস সেন্ট জার্মেই। ১৩. হ্যারি কেন-টটেনহ্যাম। ১৪. জুড বেলিংহাম- বরুসিয়া ডর্টমুন্ড। ১৫. ক্যাসেমিরো-ম্যানচেস্টার ইউনাইটেড। আছরাফ হাকিমি-প্যারিস সেন্ট জার্মেই। ১৭. অ্যান্টোইন গ্রিজম্যান- অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৮. ফেদেরিকো ভালভার্দে-রিয়াল মাদ্রিদ। ১৯. পেদ্রি-বার্সেলোনা। ২০. এমিলিয়ানো মার্টিনেজ-অ্যাস্টন ভিলা।

সেরা ১০০ ফুটবলারের তালিকা

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের মাওলানা রইসের রক্ত বৃথা যাবে না—বোয়ালখালীতে জনতার শপথ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি এস আলমের স্টিল ও ব্যাগ কারখানা বিক্রি করবে ইসলামী ব্যাংক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩