17 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় নিহত ১০ সেনা

পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় নিহত ১০ সেনা

পাকিস্তানে বালুচিস্তানে

বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানে বালুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে বিদ্রোহীদের হামলায় ১০ সেনার মৃত্যু হয়েছে। একজন আক্রমণকারীও নিহত হয়।

দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গত বুধবার দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের কেচ জেলায় একটি সড়কে পাক সেনার চেকপোস্টে হামলা চালায় বেলুচ বিদ্রোহীরা।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জনানো হয়েছে, নিরাপত্তা বাহিনী পরে তিনজন বিচ্ছিন্নতাবাদীকে ধরেছে। পুরো এলাকায় তল্লাশি চলছে।

বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপরই মূলত হামলা করে। এই বিচ্ছিন্নতাবাদীরা বালুচিস্তানের স্বাধীনতা দাবি করে। তারা ইসলামাবাদের অধীনে থাকতে চায় না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ