বিএনএ, ঢাকা : শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে শুক্রবার সকাল হতেই আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে এফডিসিজুড়ে।প্রিয় তারকাদের দেখতে এফডিসির মূল ফটকের বাইরে উৎসুক জনতার ভিড়।
ইলিয়াস কাঞ্চন, নিপুণ, মিশা সওদাগর, ফেরদৌস, সাইমন, রিয়াজ, জায়েদ খান সবাই সকাল থেকেই এসেছেন এফডিসিতে।
তবে দেখা গেল উৎসুক জনতার আগ্রহ হিরো আলমকে নিয়ে। আলোচিত এই অভিনেতা এফডিসি গেটে আসতেই ‘ওই যে হিরো আলম’ বলেই দৌড়ে আসে অসংখ্য মানুষ। ভক্তদের থেকে হিরো আলমকে নিরাপদে সরিয়ে আনতে পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটেছে।বেলা সাড়ে ১১টায় এফডিসি গেটের সামনে এ ঘটনা ঘটে।
গাড়ি থেকে হিরো আলম নামলেই স্রোতের মতো শত শত মানুষ তাকে দেখতে ছুটে যান। ‘আলম ভাই, আলম ভাই’ বলে চিৎকার শোনা যায়। সেলফি তুলতে জড়ো হন অনেকেই। জনতার ভিড়ে কারওয়ান বাজার থেকে হাতিরঝিলমুখী রাস্তায় যানজট লেগে যায়।
উল্লেখ্য, হিরো আলম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য নন, তার ভোটাধিকারও নেই। কিন্তু নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলকে সমর্থন দিচ্ছেন তিনি।
বিএনএ/ ওজি