29 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান নয়:মির্জা ফখরুল

বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান নয়:মির্জা ফখরুল

বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান নয়:মির্জা ফখরুল

বিএনএ,ঢাকা: বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের লেজুড়বৃত্তির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান নয়-জানিয়ে তিনি বলেন,তাই এই মুহুর্তে তাদের পদত্যাগ করা দরকার।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক হুইপ সৈয়দপুরের নেতা শওকত চৌধুরীর যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, চট্টগ্রাম সিটিতে একেবারে রক্তাক্ত নির্বাচন হয়েছে।দু-তিনজন মারা গেছে।বিএনপির এজেন্টকে কেন্দ্রে থাকতে দেয়া হয়নি।তাদের শারীরিক অত্যাচার করে বের করে দেয়া হয়েছে।দুঃখজনক হলো এখন নির্বাচনগুলোতে প্রশাসনকে পুরোপুরিভাবে ব্যবহার করা হচ্ছে।বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পুলিশ-প্রশাসন।

বিএনপির মহাসচিব বলেন,অনেকে প্রশ্ন করেন এই নির্বাচন করার কী যুক্তি আছে? বিএনপি এই নির্বাচনকে গণতান্ত্রিক সংগ্রামের একটা অংশ হিসেবে দেখে। এটা দলের একটা পার্ট।এটার মাধ্যমে নেতাকর্মীদের সম্পৃক্ত করা হচ্ছে। আবার এর মাধ্যমে জনগণের কাছে যাওয়াটা সম্ভব হচ্ছে।যেটি অন্যসময় যাওয়া খুব কঠিন। কারণ মিছিল, মিটিং, সভা-সমাবেশসহ গণতান্ত্রিকতার ন্যূনতম অধিকারটুকু প্রয়োগ করতে দেয়া হচ্ছেনা।সংবিধানের ‍মূল কথাই হচ্ছে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক।জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের সরকার গঠন করবে। আর সেটাই হবে জনগণের সরকার। অথচ সংবিধানকে লঙ্ঘন করে জনগণের অধিকারকে কেড়ে নিয়েছে তারা।এই কারণেই বিএনপি নির্বাচনে যায়।

নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শওকত চৌধুরীকে বরণ করে নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে যে গণতান্ত্রিক আন্দোলন চলছে, সৈয়দপুরের জনগণকে সঙ্গে নিয়ে তিনি নেতৃত্ব দেবেন।শওকত চৌধুরীর যোগদানের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র চায়।দেশের মানুষ এখন কথা বলতে চায়।তাদের অধিকার ফিরে পেতে চায়।এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই দেশের শান্তি পুরোপরিভাবে বিঘ্নিত হয়ে গেছে। বর্তমান সরকার ক্ষশতায় আসার পর থেকে প্রশাসন তাদের নিরপেক্ষতা হারিয়েছে।এখন প্রশাসনের মাঝে দলীয়করণ চলছে।নির্বাচন ব্যবস্থাকে তারা পুরোপুরিভাবে ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সৈয়দপুর বিএনপির আহ্বায়ক আবদুল গফুর সরকার প্রমুখ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ