21 C
আবহাওয়া
১১:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনার টিকা নিলেন পলক

করোনার টিকা নিলেন পলক

'করোনার টিকা নিলেন পলক

বিএনএ, ঢাকা : করোনার টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।মন্ত্রীদের মধ্যে তিনিই প্রথম টিকা নেন।  ।

বৃহস্পতিবার(২৮ জানুয়ারী)  সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কেন্দ্রে তাঁকে এ টিকা দেয়া হয়।

টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় পলক বলেন, ‘করোনার টিকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে কান দেবেন না। অপপ্রচার রুখতেই আমি বুধবার রাতে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেই। অনলাইনে নিবন্ধন করে আজ টিকা দিলাম। ১০ মিনিট হয়ে গেলো, এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

একই দিন সকালে রাজধানীর পাঁচ হাসপাতালে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কাজ শুরু হয়। সকাল ৯ টার দিকে বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শুরু হওয়া এ কার্যক্রমের প্রথম টিকা নিয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ ৪০০ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এর টিকা নেবেন। এই তিন হাসপাতাল বাদে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ৬০ জন স্বাস্থ্যকর্মীকে এ টিকা দেওয়া হবে।  সব মিলিয়ে পাঁচ হাসপাতালে পাঁচ শতাধিক ব্যক্তিকে টিকা দেওয়ার কথা আছে।

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেওয়া হয়। প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ