বিএনএ, ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর এফডিসি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে স্থগিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বর্তমান কমিটির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাময়িক সময়ের জন্য ভোটগ্রহণ পিছিয়ে যাচ্ছে। শিগগিরই নতুন তারিখ জানানো হবে।
নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রার্থী ছিলেন শাহীন সুমন এবং শাহীন কবির টুটুল। অপর প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মুশফিকুর রহমান গুলজার এবং সাফি উদ্দিন সাফি।
তবে সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর এফডিসি কর্তৃপক্ষ প্রার্থীদের জানায়, নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন সম্ভব নয়।
বিএনএনিউজ/এইচ.এম।