29 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - অক্টোবর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » রসিক নির্বাচন : ৫৮ কেন্দ্রে এগিয়ে জাতীয় পার্টি

রসিক নির্বাচন : ৫৮ কেন্দ্রে এগিয়ে জাতীয় পার্টি

রসিক নির্বাচন

বিএনএ, রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শেষ হলো ভোট। সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।  শেষ হওয়া ৫৮টি ভোটকেন্দ্রের ফলে এগিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৮টি কেন্দ্রের ফলে লাঙল ৩৩ হাজার ৩৭৭ ভোট, হাতপাখা ১২ হাজার ৩২৪ ভোট, হাতি ৮ হাজার ৪০ ভোট এবং নৌকা ৫ হাজার ৭৪৯ ভোট পেয়েছে। এ ছাড়া ডাব ২ হাজার ৩৫ , গোলাপ ফুল ১ হাজার ৩৩৬, দেওয়াল ঘড়ি ৫৫২, হরিণ ৭৩১, মশাল ১ হাজার ৫৬৯ ভোট পেয়েছে।

এবারের রসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও বিএনপি মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি। পাশাপাশি কোনো প্রার্থীকে সমর্থনও দেয়নি দলটি। এ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২৬০ জন। মেয়র পদে ৯ জন ও কাউন্সিল পদে রয়েছেন ১৮৩ জন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদপ্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

ভোটাররা জানান, সকালে ভোট শুরু হওয়ার পর তীব্র শীতের কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটের লাইন বড় হতে থাকে। দুপুরের পর বেশ কিছু কেন্দ্রে ভোটারের বড় লাইন দেখা যায়।

ইভিএমে ভোট গ্রহণের কারণে কিছুটা দেরির অভিযোগ করেন ভোটাররা। কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে সারিয়ে তোলা হয় বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, রংপুর সিটি করপোরেশনে মোট ৩৩টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ২২৯টি। ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৪৯টি। এবারের নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণ মোট ১ হাজার ৮০৭টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ