বিএনএ, (আইন প্রতিবেদক) ঢাকা: প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশনা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক। সোমবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনা এখনো আসেনি। আগামী ৩০ ডিসেম্বর অবসরে যাবেন প্রধান বিচারপতি। তারপরই (নির্দেশনা) আসাটা আমার মনে হয় সঠিক হবে।
২০১৮ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। আগামী ৩০ ডিসেম্বর তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা যায়। প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।
বিএনএনিউজ/এসবি, এমএফ