17 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নবাবগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজির ৩ যাত্রীর মৃত্যু

নবাবগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজির ৩ যাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায়

বিএনএ,ঢাকা :ঢাকার নবাবগঞ্জে  পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী মারা গেছেন।সোমবার(২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।এ সময় আহত হয়েছেন দুজন।

নবাবগঞ্জ থানার ওসি শেখ সিরাজুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি বান্দুরা থেকে দোহারে যাচ্ছিল। সকাল ৮টার দিকে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে বিপরীতমুখী একটি পিকআপভ্যান ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

বিএনএ/ ওজি, জিএন

 

Loading


শিরোনাম বিএনএ