বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় হাম-রুবেলার টিকা নেয়ার পর সাত বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি ঘটনাস্থলে গিয়েছেন।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম কলাউজান সিকদার পাড়ার শমশু চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নাওরাত হানিফ। সে ওই এলাকার চেয়ারম্যান বাড়ির প্রবাসী মোহাম্মদ হানিফ চৌধুরী শিমুলের মেয়ে।
নিহত শিশুর স্বজনদের দাবি, এক স্বাস্থ্য সহকারী টিকা দেয়ার ২০ মিনিট পর শিশুটি মারা গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যকর্মীদের অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।
নিহত নাওরাতে মা রাবেয়া বলেন, টিকা দেওয়ার পরপরই আমার মেয়ে নাওরাত পাশে এসে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। এরপর পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথেই মারা যায় সে। আমার সন্তানকে তারা ইচ্ছে করে হত্যা করেছে।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসান শাহরিয়ার বলেন, ঘটনাটি আমরা শুনেছি। সিভিল সার্জন নিজে ঘটনাস্থলে আছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে টিকা প্রদান করেন স্বাস্থ্য পরিদর্শক জেবুন্নিছা। এসময় উপস্থিত সহকারী স্বাস্থ্য পরিদর্শক সীমা চৌধুরী ও পরিবার কল্যাণ সহকারী ঝর্ণা রাণী দাশ।
টিকা দেয়ার পরপরই নাওরাত মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই টিকা প্রদানকারী স্বাস্থ্য পরিদর্শক জেবুন্নিছাসহ তিনজন ঘটনাস্থল থেকে সরে যেতে চাইলে স্থানীয়রা টিকা কেন্দ্র ঘিরে রাখেন।
পরে লোহাগাড়া থানা পুলিশের এসআই মাহফুজুর রহমানেরর নেতৃত্বে পুলিশের একটি দল শামসুল আলম চৌধুরী চেয়ারম্যান বাড়িস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
বিএনএনিউজ/মনির