22 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দেশের ১৬ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

দেশের ১৬ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

দেশের ১৬ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

বিএনএ,ডেস্ক:রংপুর বিভাগের ৮ জেলাসহ রাজশাহী,যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালী,গোপালগঞ্জ,পাবনার ঈশ্বরদী, নওগাঁর বদলগাছী ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।এটি আগামি থেকে চারদিন অব্যাহত থাকতে পারে।এ সময় কোথাও কোথাও তাপমাত্রা হয়তো একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে দিনাজপুরে ৯ দশমিক ৫, তেঁতুলিয়ায় ৮ দশমিক ১, রাজারহাটে ১০ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯, যশোরে ৮ দশমিক ৮, কুমারখালীতে ৯ দশমিক ৪,গোপালগঞ্জে ৯ দশমিক ৮, শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪, ঈশ্বরদীতে ৮ দশমিক ৭, বদলগাছীতে ৮ দশমিক ৪, বরিশালের ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রোববার(২৭ ডিসেম্বর) সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এ অবস্থা আরও তিন থেকে চার দিন থাকতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, দেশের যেসব অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বাড়ার সম্ভাবনা আর নেই।

এদিকে, শীতে রংপুর, দিনাজপুর, গাইবন্ধাসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেলা বাড়ার পর সূর্যের দেখা মিললেও, সকালের দিকে কুয়াশায় ঢেকে থাকে চারদিক।নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা ও সবজির ক্ষেত।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ