29 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ নারী

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ নারী

ফটিকছড়িতে অটোরিকশা-টমটম সংঘর্ষে নারী নিহত

বিএনএ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় ২ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মশান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কবরবাড়িয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (৫০) ও একই এলাকার কুরবান আলীর স্ত্রী ছবেলা খাতুন (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম ও জবেলা খাতুন মশান বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় সামনে থেকে আসা একটি বালি বোঝায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ