17 C
আবহাওয়া
৯:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » আইনজীবী আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন জামায়াত আমির

আইনজীবী আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন জামায়াত আমির

আইনজীবী সাইফুল হত্যা: জড়িতদের কঠোর শাস্তি-নাহিদ ইসলাম

ঢাকা:  চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জামায়াতের কর্মী দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহপাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন।

জামায়াতের আমির বলেন, ‘দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আমার দলীয় সহকর্মী, ছাত্র-জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উসকানিতে সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’

বিএনএনিউজ২৪,এসজিএন, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ