বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে হেলমেট পড়ে বিআরটিসি বাস ভাংচুর করেছে দুবৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) বিকাল পৌনে চারটার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম নামক স্থানে এই ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি যাত্রীবাহি বিআরটিসি বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গঙ্গাশ্রম নামক স্থানে আসতেই ৭/৮ টি মোটরসাইকেল গাড়ির গতিরোধ করে অতর্কিত গাড়ি ভাংচুর করতে শুরু করে। এরমাঝে যাত্রীরা বাস থেকে একত্রিত হয়ে চিৎকার করা শুরু করে দুবৃত্তরা মোটরসাইকেল নিয়ে কাঁচারাস্তা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
মো. শরীফ হোসেন বলেন, ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনের কাছ থেকে কিছু ভিডিও সংগ্রহ করেছি। ভিডিওতে দেখা গেছে, হামলাকারী সবাই হেলমেট পড়া ছিল। যে কারণে তাদের শনাক্ত করা যাচ্ছে না। তবে, আমরা চেষ্টা করছি, তাদের শনাক্ত করতে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।