34 C
আবহাওয়া
১২:১৬ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রানাসিংহে

বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রানাসিংহে


বিএনএ, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ব্যর্থতার কারণ দেখিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সবাইকে বরখাস্ত করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ক্রিকেট বোর্ডে সরকারের এমন হস্তক্ষেপের পর এসএলসিকে বরখাস্ত করে আইসিসি। যার সিদ্ধান্তে এত বড় শাস্তি পেল দেশের ক্রিকেট বোর্ড এবার শাস্তি পেলেন তিনি নিজেও।রোশানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রীসভার বৈঠকে অংশ নিয়েছিলেন রানাসিংহে। সেখানেই তাকে ছাঁটাই সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এ খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

সংস্থাটি জানায়, সোমবার সাপ্তাহিক ক্যাবিনেট মিটিংয়ের আগ মুহূর্তে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অংশগ্রহণের আগেই পদ হারানোর শঙ্কায় ছিলেন রোশান। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড পরিচ্ছন্ন করার কাজের জন্য আমাকে হত্যা করা হতে পারে, এমন আশঙ্কা করছি। যদি রাস্তায় আমাকে হত্যা করা হয়, তাহলে এর জন্য দায়ী থাকবেন রাষ্ট্রপতি এবং তার প্রধান কর্মচারী। ’

গত ১০ নভেম্বর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার সদস্যপদ কেড়ে নেয় আইসিসি। সংস্থাটি বৈঠক করে সেই নিষেধাজ্ঞা বহালও রাখে। যদিও নিজেদের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনার অনুমতি আছে তাদের।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ