17 C
আবহাওয়া
৮:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সংঘবদ্ধ ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

সংঘবদ্ধ ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

ধর্ষক

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে মো. হান্নানকে (৩২) নামে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে সীতাকুণ্ড থানার জোড়ামতল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হান্নান সীতাকুণ্ড থানার ঘোড়ামারা এলাকার নুর মিয়ার ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গত ২৫ নভেম্বর ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি টিনের ঘরে আটকে রেখে মো. আব্দুল আলী লিংকন (৩২), মো. হান্নান (৩২) ও মো. জাহিদ (২৫) ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা নম্বর-৪১।

গণধর্ষণ মামলার দায়ের হওয়ার পর থেকেই র‌্যাব-৭, ছায়াতদন্ত শুরু করেন। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। মামলার দুই নম্বর আসামি সীতাকুণ্ড থানার জোড়ামতল বাজার এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. হান্নানকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্ত।

তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ