24 C
আবহাওয়া
৬:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম টেস্ট : শনিবার খেলা শুরু হবে সকাল ৯টা ৪৯ মিনিটে

চট্টগ্রাম টেস্ট : শনিবার খেলা শুরু হবে সকাল ৯টা ৪৯ মিনিটে

চট্টগ্রাম টেস্ট : শনিবার খেলা শুরু হবে সকাল ৯টা ৪৯ মিনিটে

বিএনএ, স্পোর্টস ডেস্ক : আলোক স্বল্পতায় ৫ ওভার আগেই দিনের খেলা শেষ ঘোষণা করে আম্পায়ার। শুক্রবার ( ২৬ নভেম্বর) পাকিস্তান বনাম বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে ৯০ ওভারের পরিবর্তে খেলা হয়েছে ৮৫ ওভার। এতে ১১ মিনিট আগে খেলা শেষ হয়। দ্বিতীয় দিন শনিবার খেলা শুরু হবে নির্ধারিত সময় সকাল ৯টা ৪৯ মিনিটে।

এর আগে প্রথম দিন ব্যাট করতে নেমে সাইফ হাসান ১৪, সাদমান ইসলাম ১৪ এবং নাজমুল হোসেন শান্তও ১৪ রান করে আউট হয়েছেন। মধ্যাহ্ন বিরতিতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

ব্যাটিং বিপর্যয় থেকে দলকে সামলে নেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। তাদের করা ২০৪ রানের জুটিতে বাংলাদেশ প্রথম দিন শেষ করে ভাল অবস্থায়। ৪ উইকেট খুইয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৩। যেখানে লিটন আছে ১১৩ ও মুশফিক আছে ৮২ রানে অপরাজিত।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ