27 C
আবহাওয়া
৬:১৪ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » নয়াপল্টনে ৬০টি সিসি ক্যামেরা ,থাকবে ড্রোন

নয়াপল্টনে ৬০টি সিসি ক্যামেরা ,থাকবে ড্রোন

নয়াপল্টনে ৬০টি সিসি ক্যামেরা ,থাকবে ড্রোন

বিএনএ, ঢাকা:গোয়েন্দা নজরদারির জন্য পল্টনের আশপাশে ৬০টির বেশি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সিসি ক্যামেরা বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে পল্টন ও এর আশপাশ এলাকায়  সিসি ক্যামেরা বসানো হয়। বেসরকারি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ডিএমপির পক্ষ থেকে এ সিসি ক্যামেরা বসায়।

এ ছাড়া আগামীকাল শনিবার সমাবেশের দিন ড্রোন উড়াবে পুলিশ।

ডিএমপি জানায়,চলমান রাজনৈতিক পরিস্থিতি সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ডিএমপি। এ   ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সমাবেশের দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। কোনো ধরনের দাঙ্গা, হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে। সমাবেশস্থলে সিসি ক্যামেরা, ড্রোন থাকবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ