35 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মকবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগের তথ্য পাওয়া যায়নি: দুদক

মকবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগের তথ্য পাওয়া যায়নি: দুদক

মকবুল হোসেন

বিএনএ ডেস্ক: বাধ্যতামূলক অবসরে পাঠানো মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের সংরক্ষিত ডেটাবেজে তল্লাশি করে এ সংক্রান্ত কোনো মামলা বা অভিযোগ অনুসন্ধানের জন্য উপস্থাপনের তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই তথ্য তুলে ধরেন দুদকের আইনজীবী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে গত ১৬ অক্টোবর জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ‘অর্থ কেলেঙ্কারিতে চাকরি হারালেন সচিব মকবুল’ এমন শিরোনামে ১৭ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়, যা ১৮ অক্টোবর আদালতের নজরে আনা হয়। সেদিন আদালত মকবুলের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে (আর্থিক অনিয়ম) দুদক অবগত কি না, কোনো পদক্ষেপ আছে কি না, তা দুদকের আইনজীবীকে ২৭ অক্টোবর জানাতে বলেন।

এর ধারাবাহিকতায় আজ দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতে ওই তথ্য তুলে ধরেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। শুনানি নিয়ে আদালত আগামী ৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রেখেছেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ