বিএনএ ডেস্ক: ছাত্রদলের সাবেক নেতা নুরুল আলম নুরুকে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন কৃষক দল নেতা। এতে চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার নূরে আলম মিনাসহ ৩ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান বাদী হয়ে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে নির্যাতন এবং হেফজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ১৫(২) ধারায় মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন-রাউজান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ ও উপপরিদর্শক শেখ মো. জাবেদ।
বাদী পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার জানান, আদালত এখনো কোনো আদেশ দেননি। আদেশের অপেক্ষা করছেন তারা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ নুরুকে সাদা পোশাকে সাদা পোশাকে তুলে নেয়া হয়। আসামিরা তাকে রাত অনুমানিক ৩টা পর্যন্ত নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে কাপড় দিয়ে চোখ-মুখ ও নায়লনের রশি দিয়ে দুহাত বেঁধে অমানবিক শারীরিক নির্যাতন চালায়।
পরে রাতে যে কোনো সময় নুরুকে মাথায় গুলি করে হত্যার পর মরদেহ বাগওয়ান ইউনিয়নের খেলারঘাটে কর্ণফুলী নদীর তীরে ফেলে আসে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সংবাদ পেয়ে নুরুর স্ত্রী সুমি আক্তার ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে ৩১ মার্চ মরদেহ দাফন করা হয়।
বিএনএ/এ আর