বিএনএ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেরিটি উদ্ধারে কাজ চলছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফেরি ডুবির খবরের সত্যতা নিশ্চিত করেছেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।
তিনি বলেন, ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এটি নোঙর করে ফেরিটি। এরপর ফেরি থেকে ২-৩ তিনটি যানবাহন নামার পরই ফেরিটি ডুবে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তলা ফেটে পানি উঠে ফেরিটি ডুবে যায়।
শাহ আমানত ফেরির যাত্রী অমল কান্তি ভট্টাচার্য বলেন, ৩টি ট্রাক নেমে যাওয়ার পরই ফেরিটি কাত হয়ে যায়।ফেরিতে ৬-৭টি মোটরসাইকেল, ৩টি প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান-ট্রাক মিলিয়ে ১৭টি যানবাহন ছিল। ১৪টি যানবাহন নদীতে পড়ে যায়।
বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বলেন, শাহ আমানত ফেরিটির বয়স প্রায় ৪০ বছর। এই রুটি ১০টি রো রো ফেরি চলাচল করে। এর মধ্যে ৬টি ফেরির বয়স ৪০ বছর।
বিএনএনিউজ/এইচ.এম।