37 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়্যা আকবর গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়্যা আকবর গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়্যা আকবর গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আলী আকবর ওরফে ঢাকাইয়্যা আকবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে লক্ষ্মীপুরে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিএমপির বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান।

ফেরদৌস জাহান জানান, সন্ত্রাসী আকবরকে গভীর রাতে পুলিশ লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে। ওখানে পুলিশ সংবাদ সম্মেলন করবে। এরপর বায়েজিদে থানায় গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। সে নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজিসহ ৬/৭টি মামলা রয়েছে।

আরও পড়ুন: জেল থেকে বেরিয়ে ফের সন্ত্রাসী কার্যকলাপে ঢাকাইয়া আকবর

সন্ত্রাসী ঢাকাইয়া আকবর সর্বশেষ এক প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে বোমা হামলা করে কারাভোগের পর গত বছর ৪ সেপ্টেম্বর জামিনে বেরিয়ে এসে আগের মতই অপরাধকর্মে জড়িয়ে পড়ে বলে ভুক্তভোগীদের দাবী।

আলী আকবর প্রকাশ ঢাকাই আকবরের নামে সিএমপির বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। কেউ নতুন বাড়ি নির্মাণ করতে গেলে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে গেলে আকবর চাঁদা দাবী করত।

মূলত সারোয়ার ওরফে বাবলা ও নুরুন নবী ওরফে ম্যাপনের হাত ধরে অপরাধ জগতে প্রবেশ করেন আকবর।

আরও পড়ুন: ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১৩

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ