31 C
আবহাওয়া
১২:২০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী আজ

শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী আজ


বিএনএ, ঢাকা : আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী। এই উপলক্ষে ঢাকা ও গাজীপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা ও গাজীপুরে আলোচনা ও স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি গাজীপুরের কালিগঞ্জে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে শহীদ হয়েছিলেন।

স্বাধীনতা পদক প্রাপ্ত শহীদ ময়েজউদ্দিনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

স্বাধীনতা পদক প্রাপ্ত জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ময়েজউদ্দিনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় বনানী কবরস্থানে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এছাড়া দুপুরে গাজীপুরের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মৃতি সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢাকা ও গাজীপুরের সকল কর্মসূচি সফল করার জন্য সবাইকে আহবান জানিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ